কৃষিবার্তা ডেস্ক:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো কৃষিবিদ গ্রুপের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। গত ১৬ ফেব্রুয়ারি কৃষিবিদ গ্রুপের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, ড. মোঃ আলী আফজালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও বাংলাদেশ এ্যগ্রিকালচার রিসার্চ ইনষ্টিটিউটের (বারি) সাবেক মহাপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. এ কে এম আব্দুল হান্নান ভূইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ভাইস চেয়ারম্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ তারিক হাসান সহ কৃষিবিদ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ড. মোঃ আলী আফজাল কৃষিবিদ গ্রুপের শুরুর দিকের স্মৃতিচারণ করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কৃষিবিদ গ্রুপের ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার কোম্পানীর সফলতার বিভিন্ন কারন তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আসা বিভিন্ন কোম্পানী ও ব্যাংক কর্মকর্তাগণও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান শেষে কেক কেটে ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।