এ কিউ রাসেল
টাঙ্গাইলের গোপালপুরের বন্যা দূর্গত এলাকার গবাদি প্রাণিদের রোগ প্রতিরোধের জন্য উপজেলা প্রাণিসম্পদ দফতরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সহযোগিতায় ১৭ আগস্ট বুধবার বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম গতকাল বুধবার দিনব্যাপী শতাধিক গবাদি প্রাণিকে তড়কা, ক্ষুরা ও বাদলা রোগ প্রতিষেধক টিকা বিনামূল্যে প্রদান করেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের মাঠ কর্মী আজিজুর রহমান, শেখ আবদুল্লাহ আল-মামুন ও কাজিম উদ্দিন মোল্লা তার সঙ্গে ছিলেন।
বন্যা কবলিত উপজেলার মির্জাপুর, নগদাশিমলা ও আলমনগর ইউনিয়নের ৩ হাজার ৬ শত গবাদি প্রাণিকে এসব রোগ প্রতিষেধক টিকা বিনামূল্যে প্রদান করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন।
———————————–
লেখকঃ
সাংবাদিক ও মানবাধিকার কর্মী, গোপালপুর, টাঙ্গাইল।