এ কিউ রাসেলঃ ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ প্রতিপাদ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুগ্ধ উৎপাদন খামারিদের মাঝে বিনামূল্যে ঘাসের কাটিং বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. মো. হারুনুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা পোল্ট্রি খামারি মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম মুকুল, পোল্ট্রি ফিড ব্যবসায়ী মো. জিন্নাহ মিয়া ও হায়দর আলী প্রমুখ।
অনুষ্ঠানে দুগ্ধ উৎপাদনকারী ৩০জন খামারির মাঝে বিনামূল্যে নেপিয়ার ঘাসের কাটিং বিতরণ করা হয়।
————————————–
সাংবাদিক ও মানবাধিকার কর্মী, গোপালপুর, টাঙ্গাইল।
ই-মেইল : aqrasel@gmail.com